
জয়পুরহাটের কালাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ডেমো নির্বাচন। মঙ্গলবার কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়।
কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কাকলি শিশু নিকেতন, সদর উচ্চ বিদ্যালয় ও কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। তারা নিজেরাই প্রার্থী নির্বাচন করে, ব্যালট পেপারে ভোট দেয় এবং গণনার পুরো প্রক্রিয়া পরিচালনা করে। এতে তৈরি হয় একটি উৎসবমুখর পরিবেশ।
নাটিকার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ও স্বচ্ছ ভোট গণনার পদ্ধতি উপস্থাপন করে। এতে প্রার্থীর এজেন্ট, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি—সব কিছুই তুলে ধরা হয় বাস্তবভিত্তিকভাবে।
শিক্ষার্থী মাসুম বলেন, “ভোট কীভাবে হয় আগে জানতাম না, আজ হাতে-কলমে শিখলাম।” আরেক শিক্ষার্থী তানভীর বলেন, “ভবিষ্যতে যেন সঠিকভাবে ভোট দিতে পারি, তাই এই অভিজ্ঞতা অনেক কাজে আসবে।”
শিক্ষার্থী হাবিবা জানান, “শুধু বইয়ে পড়া নয়, এখন বাস্তবভাবে দেখলাম ভোট ও গণনার পুরো প্রক্রিয়া।”
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “গণতন্ত্রচর্চা ও সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। প্রক্রিয়াটি নির্বাচন কমিশনে প্রস্তাব আকারে পাঠানো হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনার বাস্তব ধারণা দিতে এ আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতের ডিজিটাল ভোট ব্যবস্থার ধারণা গড়ে তুলবে।”