মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

টাইগারদের হারিয়ে দিল ভারত

টি-টোয়েন্টিতে ১২৮ রান কখনোই পর্যাপ্ত হতে পারে না। বিশেষ করে ভারতের মতো বিধ্বংসী ব্যাটিং ক্ষমতাসম্পন্ন দলের বিপক্ষে আরও নয়। বাংলাদেশ সে জিনিসটি বেশ ভালোভাবেই বুঝলো। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শান্তদের দেওয়া ১২৮ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৫০ বল বাকি থাকতে পেরিয়ে গেল ভারত।

রোববার (৬ অক্টোবর) ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ১২৭ রান করে অলআউট হয়। জবাবে ভারত ১১ ওভার ৫ বলে ১৩২ রান করে। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও মিরাজ নেন ১টি করে উইকেট।

গোলওয়ালিয়রের মাঠে ২০২৪ সালে বাংলাদেশকে ৪৯ বল হাতে রেখে ১২৮ রানের লক্ষ্য তাড়া করে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জয় এসেছে। এর আগে ২০১৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ বল হাতে রেখে ১০০ রানের লক্ষ্য অর্জন করে ভারত। এছাড়াও ২০১০ সালে গ্রোস আইলেটে আফগানিস্তানের বিপক্ষে ৩১ বল হাতে রেখে ১১৬ রান এবং একই বছরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বল হাতে রেখে ১১২ রান তাড়া করেছিল তারা।

ম্যাচটিতে ভারতীয় দলের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি স্বত্তেও তরুণ দলটি দুর্দান্তভাবে ম্যাচ জিতে নেয়। বাংলাদেশের পক্ষে কেবলমাত্র নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তবে বাকি ব্যাটাররা খুব একটা কিছু করতে পারেননি। ধীরগতির পিচ হলেও বাংলাদেশের ব্যাটারদের বেশিরভাগই বাজে শটের কারণে আউট হন। ১২৭ রানের লক্ষ্য ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে যথেষ্ট ছিল না।

অভিষেক আক্রমণাত্মক শুরুর পর রান আউট হলেও সূর্যকুমার যাদব শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এবং সঞ্জু স্যামসন অপর প্রান্তে চমৎকার কিছু শট খেলেন। ভারত অধিনায়ক কিছুক্ষণের জন্য ঝড়ো ইনিংস খেললেও খেলা তখন প্রায় শেষের পথে ছিল। পাওয়ার প্লেতে ৭১ রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ভারত। এরপর স্যামসন আউট হলেও হার্দিক পান্ডিয়া এবং নীতিশ রেড্ডি আক্রমণ চালিয়ে যান এবং ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যান।

১১.৫ ওভারে তাসকিন আহমেদের শর্ট বলকে আকাশে উড়িয়ে ছক্কা হাঁকিয়ে খেলাটি শেষ করেন হার্দিক পান্ডিয়া। ৪৯ বল বাকি থাকতে ভারত জয়ের মুকুট পরে।

এর আগে টস হেরে ভারতের বোলিং তোপে ১২৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ করেন সর্বোচ্চ ৩৫ রান। ভারতের হয়ে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী নেন ৩টি করে উইকেট।

সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার (৯ অক্টোবর) দিল্লীতে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...