
ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে তালগাছ কেটে বাবুই পাখির বাসা ধ্বংস করে শত শত ছানা ও ডিম নিধনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মোবারক ফকির (৬৫)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মোবারক ফকির একই গ্রামের মৃত মোসলেম আলী ফকিরের ছেলে। রবিবার (৩০ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুন শুক্রবার সকালে পূর্ব গুয়াটন এলাকায় একটি বড় তালগাছ কেটে ফেলা হয়। ওই গাছটির শাখা-প্রশাখায় পাঁচ শতাধিক বাবুই পাখির বাসা ছিল, যেগুলোর প্রতিটিতে ডিম ও ছানা ছিল।
গাছটি কাটার সময় বাসাগুলো ভেঙে নিচে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়, এতে প্রায় সব ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও অধিকাংশ বাবুই পাখি আর রক্ষা পায়নি।
ঘটনার পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপর শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে মোবারক ফকিরকে গ্রেফতার করে।
এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”