
দায়িত্ববোধ, নিষ্ঠা ও মানবিকতায় হৃদয় জয় করা কালাই উপজেলার কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় রাঙ্গামাটির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) পদে পদোন্নতি পেয়ে বিদায় নিয়েছেন। উপজেলার মানুষের ভালোবাসা ও সম্মান নিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন।
শনিবার ২৮ জুন, দুপুরে কালাই প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনায় তাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানার ওসি জাহিদ হোসেন, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতাউর রহমান প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে অরুণ চন্দ্র রায় আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “কালাইয়ের মানুষ আমাকে যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছে তা চিরদিন হৃদয়ে থাকবে।” তিনি আরও জানান, সরকারি দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এই উপজেলার মানুষের ভালোবাসা তার জীবনের সেরা প্রাপ্তি।
প্রেসক্লাব সভাপতি সেলিম সরোয়ার শিপন বলেন, “কিছু মানুষের সঙ্গে আত্মিক ও ভালোবাসার বন্ধন তৈরি হয়। কালাইয়ের কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় ছিলেন তেমনই একজন, যাঁর সম্পর্ক উপজেলা বাসী দীর্ঘদিন হৃদয়ে লালন করবে।”
উল্লেখ্য, অরুণ চন্দ্র রায় ২০২২ সালের ১১ অক্টোবর কালাইয়ে কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এখন তিনি পদন্নোতি পেয়ে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হিসেবে যোগদান করবেন।