
নওগাঁর বদলগাছীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বদলগাছী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যৌথ সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. আজিজুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসার তানভীর আহমেদ এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সেমিনার শেষে আয়োজিত প্রযুক্তি প্রদর্শনীতে ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। তারা তাদের উদ্ভাবিত ও ব্যবহারযোগ্য বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি প্রদর্শন করে। অতিথিবৃন্দ প্রদর্শনীস্থল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন।
দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।