
না চেয়ে পদ পাওয়া সেই ছাত্রদল নেতা রোজোয়ান রহমান রাজু তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাতে গণমাধ্যমে প্রেরিত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দু্র রহিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টুঙ্গিপাড়া উপজেলা শাখার আওতাধীন ডুমরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রোজোয়ান রহমান রাজু তালুকদারকে যুগ্ম আহবায়কের পদ থেকে অব্যহতি দেওয়া হল। প্রেস বিজ্ঞপ্তিতে দলের নেতা কর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজু তালুকদার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনিস তালুকদারের ছেলে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিল। তাকে ডুমরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস দলীয় শৃংখলার পরিপন্থী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাই হাই কমান্ডের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে ওই পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।