মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

বাংলাদেশের লিড ২০০ পেরুলো

ছবি : সংগৃহিত

গল টেস্টে চলছে ব্যাটারদের দাপট। টেস্টের প্রথম দুই দিন দাপট দেখান টাইগার ব্যাটাররা। পরে শ্রীলংকান ব্যাটাররাও ভালো জবাব দেন। তৃতীয় দিনটা নিজেদের করে নিলেও চতুর্থ দিনের শুরু থেকেই দারুণ বোলিং করেন নাঈম-হাসান মাহমুদরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও আধিপত্য বিস্তার করে টাইগাররা। ১৮৭ রানের লিড নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম এখন পর্যন্ত যোগ করেছেন আরও ২৬ রান।

বাংলাদেশের সংগ্রহ এখন তিন উইকেটে ২১৩ রান। শান্ত ৭৪ ও মুশফিক ৪০ রানে ব্যাট করছেন।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৭ রান। সবমিলিয়ে টাইগারদের লিড ছিল ১৮৭ রানের। এর আগে প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল সফরকারীরা। আর নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে থেমেছিল শ্রীলঙ্কা।

৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। অফ স্পিনার নাঈম হাসানের ফাইফারে আগের দিনের সাথে ১১৭ রান যোগ করতেই বাকি সব উইকেট হারায় লঙ্কানরা। স্বাগতিকদের হয়ে ওপেনার পাথুম নিশাঙ্কার ১৮৭ রানই সর্বোচ্চ। এ ছাড়া কামিন্দু মেন্ডিস ৮৭ ও দিনেশ চান্দিমাল করেন ৫৪ রান। আর কেউ ফিফটির দেখা পাননি।

নাঈমের ৫ উইকেট ছাড়াও হাসান মাহমুদ ৩ উইকেট নেন। একটি করে উইকেট ভাগাভাগি করেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক। ১০ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের ইনিংসে রানের খাতা খুলতে না পারা ওপেনার এনামুল হক বিজয় এবার ফেরেন ৪ রানে। বাঁহাতি অফস্পিনার প্রবাথ জয়সুরিয়ার গুড লেংথের বলে এজ হয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন। তাতে ২৪ রান থেমেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি।

তিনে নেমে সুবিধা করতে পারেননি মুমিনুল হক। উইকেটে থিতু হয়েও উইকেট বিলিয়ে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার। অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকের বলে সুইপ করতে গেলে শর্ট পয়েন্ট দাঁড়ানো আরেক অভিষিক্ত লাহিরু উদারার হাতে ধরা পড়েন এ ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান।

দুই উইকেটে ৬৫ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই অর্ধশতক পূরণ করেন সাদমান। থারিন্দুর করা বল ডিপ কভারে ঠেলে দিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটিতে পৌঁছান এ ওপেনার। এরপর এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে থেমেছেন ৭৬ রানে।

দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম নিরাপদেই বাকিটা সময় পার করেছেন। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি অপরাজিত আছেন ৫৬ রানে। আরেক অপরাজিত ব্যাটার মুশফিকের সংগ্রহ ২২ রান।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...