
সারা দেশে বিভিন্ন আদালতের ২৬৫ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক সাতটি প্রজ্ঞাপন জারি করেছে।
বদলির আদেশ পেয়েছেন ৩০ জন জেলা ও দায়রা জজ, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১৬২ জন সিনিয়র সহকারী জজ।
এছাড়া ১২ জন সিনিয়র সহকারী জজকে পৃথক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্ম জেলা দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।