
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জায়গা করে নিতে আজ রাতে মাঠে নামছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই মর্যাদার লড়াই।
সেমিফাইনালে দুই লেগে ব্রিস্টল সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে আসে শেফিল্ড ইউনাইটেড। দুই লেগেই রাইট-ব্যাক হিসেবে দুর্দান্ত পারফর্ম করেন হামজা চৌধুরী। মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সাম্প্রতিক সময়ে রক্ষণভাগের ডান দিক সামলাচ্ছেন তিনি। সেমিফাইনালে রক সলিড পারফরম্যান্সের পর ফাইনালেও রাইট-ব্যাকে তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন শেফিল্ড কোচ ক্রিস উইল্ডার। বরাবরের মতো ৪-৪-২ ফরমেশনেই মাঠে নামবে দলটি।
এই ম্যাচটি শুধুমাত্র একটি ফাইনাল নয়, বরং ইপিএলে প্রমোশন নিশ্চিত করার লড়াই। জয় পেলে শেফিল্ড পাবে ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরার টিকিট। একই সঙ্গে ক্লাবের আয় বাড়বে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। ফলে ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।