
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই ইসরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। নিহতদের মধ্যে একজন পুরুষ কূটনীতিক ও একজন নারী দূতাবাস কর্মচারী।
বুধবার রাতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের প্রধান পামেলা এ. স্মিথ জানান, রাত ৯টা বেজে ৮ মিনিটে গুলির খবর পান তারা। যখন ভুক্তভোগীরা একটি অনুষ্ঠান থেকে বের হচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।
ওয়াশিংটনের মেয়র বাউসার জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে প্রাথমিকভাবে জাদুঘরের বাইরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এরপর ওই ব্যক্তি চারজনের একটি দলের কাছে গিয়ে বন্দুক বের করে এবং গুলি চালায়।
গুলি চালানোর পর সন্দেহভাজন ৩০ বছর বয়সী এক ব্যক্তি জাদুঘরের ভেতরে প্রবেশ করে। তখন তাকে গ্রেফতার করে জাদুঘরের নিরাপত্তারক্ষীরা।
পুলিশ প্রধান স্মিথ জানান, সন্দেহভাজন তার অস্ত্র ফেলার স্থান চিহ্নিত করেছে এবং সেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স-এ লিখেছেন, আজ রাতে ওয়াশিংটন ডিসি-তে ইহুদি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেনও এক্স-এ নিশ্চিত করেছেন যে, দুই ইসরায়েলি দূতাবাস কর্মীকে ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় কাছ থেকে গুলি করা হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইহুদি জাদুঘরের বাইরে গুলির ঘটনা ঘটে। তিনি আরও জানান যে, ইসরায়েলি দূতাবাসের আরও দুইজন কর্মী এই ঘটনায় আহত হয়েছেন, তবে এই সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক নিশ্চিত করা হয়নি।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেল দুজনেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন তারা।
এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিস জানিয়েছে, জনগণের নিরাপত্তার জন্য আর কোনো চলমান হুমকি নেই।