
পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হন।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার আগে উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ছুম্মা খাতুন (৫০) দক্ষিণ মাছিমপুর গ্রামের খাজা প্রামাণিকের স্ত্রী। আহত ফরিদা খাতুন (৫৫) একই গ্রামের বাসিন্দা।
গয়েশপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, নিহত ছুম্মা খাতুন ও স্বামী খাজা অত্যন্ত পরিশ্রমী। বাড়িতে গরুর খামার করেছেন। এ খামারেই কাজ করছিলেন ছুম্মা খাতুন। এরপর ভারী বৃষ্টি নামার পর বাড়ি থেকে একটু দূরে মাঠে থাকা ছাগল আনতে যান তিনি। তার সাথে স্বামী খাজা ও বড় জা ফরিদা খাতুনও ছিলেন।
এ সময় হঠাৎই তার ওপর বজ্রপাত পড়লে বুকের একপাশ ছিদ্র হয়ে মারা যান তিনি। এ ঘটনায় তার স্বামীর কিছু নাহলেও জা ফরিদা খাতুন আহত হন। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, বজ্রপাত সরাসরি বুকে আঘাত হেনেছিলো বোধ হয়। ফলে বুকের একপাশ ছিদ্র হয়ে গিয়েছিলো। এ ব্যাপারে পুলিশকে অবহিত করলে তাদের কোনো আপত্তি না থাকায় জানাযা শেষে রাত তার মরদেহ দাফন করা হয়। নিহতের বড় জা বজ্রপাতের উচ্চ শব্দে কিছুটা আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।