শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলি বিমানবন্দরে আবারও হামলার দাবি হুথিদের

ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে...

রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর কারাগারে

রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায়...

আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

ঈদুল আযহা ঘিরে বাজারে আসছে নতুন টাকার নোট। তবে...

হারুন-শাওনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা...

বিএনপির সদস্য পদ ‘দিনের আলোতে দেবেন, অন্ধকারে’ না : খসরু

ছবি : সংগৃহিত

সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের বিএনপির সদস্য না করার নির্দেশনা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সদস্য পদ ‘দিনের আলোতে দেবেন, অন্ধকারে’ না।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীতে কাজীর দেউরী এলাকায় নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে ‘বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “একদিকে হচ্ছে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অসামাজিক কাজে লিপ্ত তাদের গ্রহণযোগ্যতা নেই। এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা চিহ্নিত। এই দুই শ্রেণি বাদ গেলে বাকিরা আমাদের সদস্য হতে পারবেন।”

তিনি বলেন, “এখন একজন ভালো লোক যে হয়ত চিহ্নিত দোসর না কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করতেও পারেন, তিনি কাকে ভোট দিয়েছেন, আমরা জানি না। কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, রাজনৈতিকভাবে কোনোদিন অস্থিরতা সৃষ্টি করেন নাই। বিএনপির কার্যক্রমে তিনি প্রতিহত করার চেষ্টা করেন নাই। বিএনপির নেতাকর্মীদের হয়রানির শিকার করেন নাই, পারলে পরোক্ষভাবে সহযোগিতাও করেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের হতে কোনো বাধা নেই। এ জায়গাটায় আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, “কিছু চিহ্নিত লোক থাকে প্রতিটি জায়গায়, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, বাড়বে না। যেসব লোকের চেহারা দেখলে মানুষ সরে যায়। যাদের দেখলে মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু দূরে রাখেন। সমাজের বৃহত্তম অংশকে আামাদের সদস্য করতে চেষ্টা করতে হবে। এই সদস্যপদ দিনের আলোতে করতে হবে। অন্ধকারে না। প্রতিটি এলাকায় এভাবে দিনের আলোতে সদস্য করবেন।”

শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন দেখছে মন্তব্য করে আমীর খসরু বলেন, “দেশ গড়ার স্বপ্ন। নতুন প্রজন্ম কী চায়? তারা চায় দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে। যেখানে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে। দেশে একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে। যে অর্থনৈতিক ব্যবস্থায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে। বিএনপির নতুন স্লোগান হচ্ছে- অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। বাংলাদেশের উন্নয়নে সকলের অংশগ্রহণের সেই ব্যবস্থা আমরা করে যাব আগামী দিনে। রাজনৈতিক গণতন্ত্র এবং অর্থনৈতিক গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার উন্নয়ন।”

বিএনপির লক্ষ্য অনেক বড় এবং সে লক্ষ্য ধরে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “ছোটখাটো ষড়যন্ত্র থাকবে। এগুলো নিয়ে চিন্তাও করবেন না। এই খুচরা পার্টি, এখানে সেখানে যারা আছে, এগুলো তাদের মত করে আসবে আর যাবে। এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না আপনারা। সময় দেবেন আমাদের আগামী দিনের রাজনীতি কীভাবে গড়ে তুলব, তাতে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী ও মীর মোহাম্মদ হেলালউদ্দিন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

ইসরায়েলি বিমানবন্দরে আবারও হামলার দাবি হুথিদের

ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে...

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ করা হয়েছে। সাইবার...

রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর কারাগারে

রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায়...

রাজকীয় বেশে কান উৎসবে ঐশ্বরিয়া

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবারও নজর কাড়লেন বলিউড...