
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- যুবলীগ কর্মী আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন, রাসেল।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি চলছে গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।
ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, যুবলীগ কর্মী আবুল হোসেনের মোবাইল ফোন খুঁজে দেখা যায় তারা ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নির্দেশনায় আজ ভোরে শিবু মার্কেট থেকে মিছিলের প্রস্তুতির নিচ্ছিল। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রি ও বিভিন্ন পেশার পরিচয় দেয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তারা মিছিল আয়োজন করছিলেন।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সজাগ দৃষ্টি রাখছি। কেউ অরাজকতা করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার আড়াইহাজার ও সোমবার ভোরে সোনারগাঁওয়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।