
ফেনীতে অস্ত্রসহ যুবলীগের এক ক্যাডারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া এলাকার আব্দুল হালিম মেম্বারের ছেলে। মিজানুর রহমান দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
রোববার (২০ এপ্রিল) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে সেনাবাহিনীর সদস্যরা। তবে মিজানের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্প ইনচার্জ আলিফ আল গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে লন্ডনীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাকে একটি বন্দুক ও একটি ম্যাগাজিনসহ আটক করে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়।
মিজানের ছোট ভাই এম ফখরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। তারা আমাদের বাড়ির বারান্দার খোলা জায়গায় অস্ত্র রেখে সেনাবাহিনীকে খবর দিয়ে আমার ভাইকে ফাঁসিয়েছে। আমরা এই ষড়যন্ত্রের বিচার চাই।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ আকন জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আগেও গণঅভ্যুত্থানের সময় একটি মামলা ছিল। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা রেকর্ড করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।