
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বয়স্ক একজনের লাশ দেখতে পেয়ে চমকে উঠেন। ওই ব্যক্তিকে চেনা যাচ্ছে না। সেজন্য তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আবুল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, রোববার সকালে বানেশ্বর বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানঘর খুলতে আসেন। এ সময় দোকানের সামনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পাওয়া যায়। সাতসকালে বাজারের ভেতর দোকানের সামনে লাশ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। পরে বানেশ্বর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়।
বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পরে আমরা থানায় জানাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।