
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ সময় সিয়াম গাজীর বাবাসহ আরও দুই যাত্রী আহত হন।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সাহাবাড়ীর পুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
মোরেলগঞ্জের মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তমিজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়াম গাজী তেলীগাতী গ্রামের মজিবর রহমান গাজীর ছেলে।
মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তমিজ উদ্দিন জানান, সকালে মজিবর রহমান গাজী তার এক আত্মীয়র মৃত্যুর সংবাদে মোরেলগঞ্জের তেলীগাতী থেকে ইজিবাইক ভাড়া করে পিরোজপুর যাচ্ছিলেন। ইজিবাইকটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাহাবাড়ীর পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সিয়াম গাজী নিহত হন।
এ সময় সিয়াম গাজীর বাবা মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পী ও অপর এক যাত্রী আহত হন। খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।