
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় স্থান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ এবং এই আন্দোলনের অন্যতম শক্তি ‘জেনারেশন-জি’। এছাড়াও, প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে আঁকা শিল্পকর্মের প্রসঙ্গ উঠে আসে। এক প্রশ্নে জানতে চাওয়া হয়:
“জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম ‘উন্নত মমশির’-এর শিল্পী কে?”
তাছাড়া আরও দুটি প্রশ্নে জানতে চাওয়া হয়—“কোন সময়কালকে জেনারেশন-জি হিসেবে ধরা হয়?”
‘এ’ ইউনিটের প্রথম শিফটে অংশ নেওয়া পরীক্ষার্থী সাজিদ আহমেদ বলেন, “আজকের রাবি ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে একটি শিল্পকর্মের নাম এবং জেনারেশন-জি ও অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত প্রশ্ন এসেছে।”
এর আগে মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যু-সংক্রান্ত প্রশ্ন উঠে আসে। যেমন: “গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি ২০০১ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।