
আগামী ২৭ এপ্রিল থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো অপারেশন শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রম শুরুর আগে প্রস্তুতি পর্যালোচনায় (১৮ এপ্রিল) বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
পরিদর্শনকালে তিনি কার্গো টার্মিনাল ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে কার্যক্রম সফলভাবে চালুর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও পরিদর্শন করেন। তিনি নতুন নির্মাণাধীন যাত্রী টার্মিনাল, এপ্রোন এলাকা, প্রশাসনিক ভবন, কন্ট্রোল টাওয়ারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শনের সময় বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস), প্রকল্প পরিচালক, বিমানবন্দরের পরিচালক, চীনা নির্মাণ প্রতিষ্ঠান বিইউসিজি-এর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার ওপর জোর দেন। তিনি বলেন, এই প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে এবং দেশের বিমান চলাচল ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।