
লালমনিরহাটের বাউরা সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আজিনুর ইসলামকে (২৪) ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
আজিনুর বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জম গ্রামের টাঙাটারি এলাকার বাসিন্দা নূর হোসেনের পুত্র।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার ধাপড়া থানার ঝোংপাড়া এলাকা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙাটারি সীমান্ত এলাকা। এ সীমান্তে উভয় দেশের ৮০১ নম্বর প্রধান পিলার ও ১০ থেকে ১১ নম্বর উপপিলার লাগোয়া এলাকার বাংলাদেশি অংশের ভুট্টার খেত দিয়ে কৌশলে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় আজিনুর। এ সময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়ানের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করে। ঘটনা জানার পরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের ডাঙ্গাটারি বিজিবি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয় সন্ধ্যায়। বিএসএফ শনিবার (১৯ এপ্রিল) সকালে পতাকা বৈঠকে বসবে বলে বিজিবিকে জানায়।
বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, ’বিএসএফ বাংলাদেশি যুবক আজিনুরকে ধরে নিয়ে গেছে।’
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, বাংলাদেশি ওই ব্যক্তি (আজিনুর) অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে আসার সময় স্থানীয় এলাকাবাসি তাকে আটক করে ও বিএসএফের নিকট তুলে দেয়। বিএসএফ তাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ ও প্রমাণ আছে বলে আমাদেরকে বলেছে। বর্তমানে গরুসহ ওই ব্যক্তিকে বিএসএফ বিআরবি কোম্পানি সদর ক্যাম্পে রেখেছে। শনিবার কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হবে। আমরা বিএসএফকে বলেছি তাদের কাছে আটক ওই বাংলাদেশিকে কোনো প্রকার নির্যাতন না করতে।