
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির উদ্যোগে ভিসি’র (ভিসি) সমর্থনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা’ পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদার। মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, মাস্টাররোল কর্মচারী সমিতির সভাপতি মো. আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা জানান, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করে ১৩ এপ্রিল আবারও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করে। এ ঘটনার প্রতিবাদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ‘আপনারা আলোচনার টেবিলে বসুন, আলোচনা করুন, সমাধানের পথ খুঁজুন। বিশ্ববিদ্যালয় যেন সুন্দরভাবে পরিচালিত হতে পারে। বিশ্বের কাছে যেন কুয়েটের শিক্ষার্থীরা গর্ব করে বলতে পারে—আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী।’