
নীলফামারীতে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর আর সাঈদ।
গ্রেফতার রফিকুল ইসলাম (৩৮) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের আফতার আলীর ছেলে।
ওসি এর আর সাঈদ জানান, বুধবার রাত ৮টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাজা উদ্ধার করে মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে।