
লালমনিরহাটে সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ‘হাতীবান্ধার সচেতন নাগরিক সমাজ।
বুধবার (১৬ এপ্রিল) রাতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
হাতীবান্ধা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মতিউর রহমান মতি, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান নেত্বেতে হাতীবান্ধা ফিলিং স্টেশন থেকে মিছিলটি বের করেন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা অবিলম্বে বন্ধের দাবিতে জোরালো স্লোগান দেন এবং প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এছাড়াও সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন সমাজকর্মী সাহেদুজ্জামান কোয়েল।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, বারবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিরীহ বাংলাদেশিদের প্রাণ যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সকল প্রকার সীমান্ত হত্যা বন্ধের দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, সীমান্ত হত্যা ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করছে। সমাবেশে থেকে অবিলম্বে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে সীমান্ত হত্যা বন্ধ করা, নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।