
জমকালো আয়োজনে নওগাঁর বদলগাছীতে উদযাপিত হয়েছে বাংলার নববর্ষ পহেলা বৈশাখ। সোমবার (১৪ এপ্রিল) দিনের শুরুতেই সকাল আটটায় বদলগাছী সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা শুরু হয়।
এতে অংশগ্রহণ করে বদলগাছী থানা পুলিশ, বদলগাছী সাধারণ গ্রন্থাগার ও বৈশাখী সংস্কৃতিক গোষ্ঠী, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুল, বদলগাছী মহিলা ডিগ্রি কলেজ, বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়, বদলগাছী মাইলস্টোন হাই স্কুল’সহ বিভিন্ন আদিবাসী ও সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রাটি চৌরাস্তার মোড় হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
অন্যদিকে সকাল সাড়ে নয়’টায় উপজেলা বিএনপি’র উদ্যোগে চৌরাস্তার মোড়ের দলীয় কার্যলয় থেকে একটি বিশাল বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বদলগাছী মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে পান্তা ভাত খাওয়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি নাটিকা পরিবেশন করা হয়। এছাড়াও গ্রামীণ ঐতিহ্য মৃৎশিল্প, বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র, কামারদের হাতে তৈরি ছুরি,বটি, স্থানীয় কারখানয় তৈরি পাপোস’সহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন গ্রামীণ তৈজসপত্রের মেলা বসে উপজেলা চত্বরে।
পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয় উপজেলা চত্বর। শিক্ষার্থীদের তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন আলপনায় সেজে ওঠে উপজেলা পরিষদ চত্বর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি জমকালো আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখের সকল কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আমি আশা করবো ভবিষ্যতেও জাতীয় দিবসগুলোতে এলাকার মানুষের সর্বাত্মক অংশগ্রহণ হবে।