
শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আজকাল অনেকেই শুয়ে পড়েন ছুরি-কাঁচির নিচে। এই প্রবণতা বিনোদন অঙ্গনের মানুষজনের মধ্যে বেশি দেখা যায়। তবে চেহারায় কাঙ্ক্ষিত পরিবর্তন এনে সবাই প্রশংসিত হন না। কেউ হন কটাক্ষের শিকারও।
এই যেমন ভারতীয় অভিনেত্রী রাধিকা মদন। গুঞ্জন উঠেছে সার্জারি করায় মুখ বদলে গেছে অভিনেত্রীর। ফলস্বরুপ সামাজিক মাধ্যমে তাকে সহ্য করতে হচ্ছে মুহুর্মুহু কটাক্ষ।
সম্প্রতি রাধিকার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিও দেখে নেটিজেনরা মনে করছেন সার্জারির ফলে চেহারা বদলে গেছে অভিনেত্রীর। সত্য-মিথ্যা না জেনেই কটাক্ষ করছেন সবাই।

এদিকে বিষয়টি নিয়ে বেশ বিরক্ত রাধিকা। তিনি লিখেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শুধু ভ্রূ বদলেছেন। মুখের অনেক অংশ এখনও পরিবর্তন করা বাকি আছে। এভাবেই এগিয়ে যান। আপনাদের শৈলী সবার সামনে আসুক।
রাধিকার মন্তব্যে এটা স্পষ্ট যে সার্জারি করেননি অভিনেত্রী। এআই-এর সাহায্যে নেটিজেনদের একাংশ তার ছবি বিকৃত করেছেন।