
জয়পুরহাটের কালাই উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক সচিব ও ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুল বারী সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে কালাই উপজেলা মডেল মসজিদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মৌদুদ আলম সরকার। সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী আগামী দিনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে দলের পক্ষ থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তার সহধর্মিনী নাজমা আরা বেগম সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন — কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল, আহমেদাবাদ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উদয়পুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, বিএনপি নেতা আমিনুল ইসলাম, সাবেক যুবদল নেতা ফিরোজ কবির, কালাই উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন, কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে আগামী দিনের রাজনৈতিক করণীয় ও স্থানীয় উন্নয়ন ভাবনার নানা বিষয় উঠে আসে।