
স্কুল থেকে ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় গ্রীনলাইন পরিবহনের একটি বাসচাপায় স্কুলছাত্র জয় দত্ত (১২) নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের মজিদ বেপারীর চা’য়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অভিযুক্ত বাসচালককে আটক ও গাড়িটি দ্রুত জব্দে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোক বিরাজ করছে।
নিহত জয় দত্ত (১২) উপজেলার তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের একমাত্র ছেলে। জয় তাঁরাকুপি আইডিয়াল কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, স্কুল থেকে বাড়িতে ফিরতে ইজিবাইকে রওনা দেয়। এরপর মহাসড়কের তাঁরাকুপি গ্রামের মজিদ বেপারীর চা’য়ের দোকানের কাছে নামে জয়। এরপর মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ের। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে গেছে বলে জানা গেছে।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে গেছে। তাই ঘাতক গাড়ির খোঁজে আমরা কাজ করছি। কম সময়ের মধ্যে বাস এবং চালককে শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে জানান তিনি।