
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে আন-নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে মানববন্ধনে পরিণত হয়। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, মুসল্লি, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কালাই হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) ও কালাই আহলে হাদিস জামে মসজিদের খতিব মো. সেলিম রেজা। সঞ্চালনা করেন আন-নাজাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ।
এসময় বক্তব্য রাখেন শিরট্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আজিজার রহমান, কালাই ডিগ্রি কলেজের সভাপতি মো. তাজ উদ্দিন আহমেদ, থুপসড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মতিউর রহমান, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। তারা অবিলম্বে এই হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এসময়ে কালাইয়ের জনগণ তাদের দৃঢ় প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানায়, যাতে মানবতার পক্ষে এই আন্দোলন একটি শক্তিশালী বার্তা হয়ে ওঠে।