শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

ট্রেন্ডিং টপিক

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে কর্মবিরতি চলছেই

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর...

সারা দেশে বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৪৪

দেশজুড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৭৪৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে...

জার্মানিতে ছুরিকাঘাতে আহত ১৮, এক নারী গ্রেফতার

জার্মানির প্রধান বন্দর শহর হামবুর্গে ছুরি হামলা চালিয়ে ১৮...

ঢাকার বাতাসের মান আজ ‘মধ্যম’

বায়ুদূষণে আজ অনেকটাই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।...

গাজায় ইসরায়েলির হামলার প্রতিবাদে পিবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ

ছবি: সংগৃহিত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

এছাড়া, আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে। এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিশ্ববাসীর সামনে নারকীয় গণহত্যা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। শুধু বোমা হামলা চালিয়েই ক্ষ্যান্ত হয়নি দখলদাররা। অবশিষ্ট গাজাবাসীকে অনাহারে মারার পরিকল্পনা করেছে ইসরায়েল। গত এক মাস ধরে গাজায় ত্রাণের একটি ট্রাকও প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। কোনো খাবার না, বাণিজ্যিক কোনো কিছু না, কোনো জ্বালানি না, রান্নার কোনো গ্যাস না, এমনকি ওষুধও না। এমনকি কোনো তাঁবু বা আশ্রয় উপকরণও না। খবর আল-জাজিরার।

তার ওপর উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘ভয়ংকর’ হয়ে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (৬ এপ্রিল) জানিয়েছে, গাজার পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। সাংবাদিক হিন্দ খোদারি গাজার দের এল-বালাহ থেকে বলেন, এখানে এখনো সকাল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনিরা খাবারের সন্ধান করছে যেন তারা তাদের পরিবারকে খাওয়াতে পারে।

এমন অবস্থায় এখানকার দমবন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি অনেক মানুষ এক গ্যালন স্বাস্থ্যকর পানির জন্য লাইন ধরছেন। আমরা দেখছি ফিলিস্তিনিরা গরম খাবারের জন্য বিভিন্ন কিচেনে লাইন ধরছেন। কিন্তু এই কিচেন গুলোর রসদও ফুরিয়ে যাওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে তাদের সেবা বন্ধ হয়ে যাবে বলে আমরা ধারণা করছি।

এছাড়া গাজার স্বাস্থ্য সেবা খাতও বেশ নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে।  এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটির সুযোগ নেই। কারণ চিকিৎসা সরঞ্জামেরই ঘাটতি দেখা দিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, গত ১২ ঘণ্টায় দখলদাররা খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে...

বিএনপির সময় পুঁজিবাজারে কখনো অস্বস্তি আসেনি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

দুর্নীতি-অনিয়মের তথ্য চেয়ে জবির বিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত...

ইশরাকের শপথ দাবিতে আজও নগর ভবন অবরুদ্ধ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব...