
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির ফেরদৌস রহমান। তিনি বলেন, গত ২৯শে মার্চ থেকে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।
ঈদুল ফিতরের টানা ৯দিন ছুটি শেষে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারত থেকে চাল-ডাল, মসলাজাতীয় পণ্যসহ নানা পণ্য আমদানি হচ্ছে।