সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

অস্ত্র খুঁজতে গিয়ে ডিসির পুরোনো বাংলোয় মিলল ১০০ বস্তা ব্যালট

ছবি : সংগৃহিত

নাটোরের জেলা প্রশাসকের (ডিসি) পুরোনো বাংলোর একটি পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে এক শ বস্তা ব্যালট পেপারসহ নির্বাচনী সারঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় ডিসির পুরানো বাংলো থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলি, নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি মাহবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত শুক্রবার সকালে নাটোর সদর হাসপাতালের সামনে ডিসির পুরোনো বাংলোয় তালাব পুকুরে দুই যুবক বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশি পানির নিচে আটকে গেলে তারা ছোটাতে পানিতে নামেন। এ সময় একটি কম্বলে আটকে যাওয়া বরশি খুলে দেখে একটি এয়ারগান ও একটি দুই নলা বন্দুক। পরে বিষয়টি জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ডুবুরি দল এসে পুকুরে খুঁজতে গিয়ে আরও ৪টি শর্টগান উদ্ধার করা হয়। প্রশাসনের পূর্বে ঘোষণা অনুযায়ী শনিবার সকালে ওই পুকুরের পানি নিষ্কাশন শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক বস্তা ব্যালট পেপার নজরে আসে প্রশাসনের। পরে ওইসব ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ। এসময় নির্বাচনী কিছু সারঞ্জামও পাওয়া যায়।

নাটোর জেলা প্রশাসনের মেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বলেন, যেসব ব্যালট পেপার পাওয়া গেছে, তা সব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট পেপারের যে স্থায়িত্বকাল তা ৬ মাস। ইতোমধ্য সময় অতিবাহিত হয়ে গেছে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে টেন্ডারও হয়ে গেছে। বাকি ব্যালট পেপার নিয়েও গেছে। এগুলো আমাদের ট্রেজারিতে রাখা ছিল এবং পরবর্তীতে তা উপজেলা নির্বাচনের সময় স্থানান্তর করা হয়।’

রাশেদুল ইসলাম বলেন, ‘ব্যালট পেপারগুলো কে বা কারা নষ্ট করেছে তা জানা নেই। নির্বাচন অফিস যে টেন্ডার হয়েছে, টেন্ডার অর্থে আমরা তা ফিরত দিয়েছি।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘গতকাল ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ৪টি শর্টগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওই পুকুরে আরও অস্ত্র আছে কি না তা খোঁজ করতে পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে প্রায় এক শ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। কতগুলো ব্যালেট তা পরবর্তীতে গণনা করে জানা যাবে। এ নিয়ে প্রশাসন কাজ করছে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...