
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ ও মানবপাচার চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহ নামের এক যুবককে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড হাজং পাড়া এলাকায় আটক ব্যক্তির নিজ নির্মাণাধীন নতুন সেমি পাকা বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপির হাজং পাড়া এলাকার নুর হোছন (প্রকাশ) হোসেনের ছেলে কেফায়েত উল্লাহ (২৭)।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কেফায়েত উল্লাহ তাঁর নিজ বসত বাড়িতে অবৈধ ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ অবস্থান করছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে টেকনাফ মডেল থানার একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে এসময় আসামীর হেফাজতে থাকা ৩টি দেশীয় তৈরি এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে খুন, অপহরণ, মানব পাচার আইনে ১১টি মামলা রয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।