
নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বাদ আসর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ আয়োজনে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সমাজের বিশিষ্টজনসহ দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম দবির এবং সঞ্চালনা করেন বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা আবু জার গিফারী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাজাহান আলি, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু ও সানজাদ সাগরসহ বদলগাছী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসের শিক্ষা কাজে লাগিয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে। এছাড়া, প্রেসক্লাবের এই আয়োজনকে অতিথিরা স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ দিন দোয়া ও ইফতারের মাধ্যমে সম্পন্ন হয় বদলগাছী প্রেসক্লাবের আয়োজনটি।