মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

টেস্ট ড্রাইভের কথা বলে দামি গাড়ি ছিনতাই: বুয়েটের সাবেক শিক্ষার্থী ধরা

ছবি: সংগৃহিত

রাজধানীর শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে বিলাসবহুল টয়োটা হ্যারিয়ার প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। তার নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। এসময় তার কাছ থেকে একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল, তিনটি মোবাইল ফোন ও ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত আহসান আহমেদ ওরফে মাসুম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন সাবেক শিক্ষার্থী। তিনি প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত দক্ষ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি একজন পেশাদার অপরাধী হয়ে উঠেছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনার ডিসি মাসুদ আলম। তিনি জানান, সোমবার (২৪ মার্চ) রাতে গুলশান থানার ৪১ নাম্বার রোডের ‘আমারি ঢাকা’ হোটেলের সামনে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, পরীবাগ গার্ডেন টাওয়ারে থাকা হুইল ডিলস্ (বারভিডা-১৭৯১) নামে একটি গাড়ির শো-রুমের স্বত্বাধিকারী মাশরুর নাঈর (২৯) জাপানিজ গাড়ির একজন আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর। গত ৭ মার্চ বিকেলে অজ্ঞাত একজন ব্যক্তি ফোন করে টয়োটা হ্যারিয়ার গাড়ি কেনার জন্য মাশরুর নাঈরের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে মাশরুর নাঈর সেই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলেন। পরদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেই ব্যক্তি গ্যারেজে আসেন এবং গ্যারেজের বাইরে আরও দুইজন অবস্থান করেন। পরবর্তীতে টয়োটা হ্যারিয়ার গাড়িটি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য মাশরুর নাঈরের চাচাত ভাই মো. পিয়াল মাহমুদকে নিয়ে সেই অজ্ঞাত তিনজন ব্যক্তি গাড়িটিতে ওঠেন। তারা গাড়িটি চালিয়ে রাত আনুমানিক সোয়া আটটার সময় শাহবাগের পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে আসেন। তখন গাড়িটি থামিয়ে তাদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যান। গাড়ির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা। ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসঅ্যাপে একটি বার্তা দিয়ে মামলা না করার জন্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেন। এ ঘটনায় গাড়ির মালিক মাশরুর নাঈরের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় গত ৯ মার্চ একটি মামলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আহসান আহমেদ ওরফে মাসুম গাড়ি ছিনতাই করে নিয়ে পরবর্তীতে গাড়ির মালিকদের নিকট গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতেন। এর আগে ছিনতাইসহ বহু অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...