মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

ছবি: সংগৃহিত

ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন শীর্ষ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক হামাস কর্মকর্তা।

মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, নাসের হাসপাতাল লক্ষ্য করে চালানো এই হামলায় নিহত হন হামাসের আর্থিক বিভাগের প্রধান ইসমাইল বারহুম। গাজা উপত্যকার খান ইউনুস শহরে অবস্থিত এই হাসপাতালটিই সেখানকার প্রধান চিকিৎসাকেন্দ্র।

হামাসের এক কর্মকর্তা জানান, চারদিন আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য নাসের হাসপাতালে ভর্তি ছিলেন বারহুম।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে’ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানরত হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ‘সুনির্দিষ্ট অস্ত্র’ ব্যবহার করা হয়েছে যাতে আশপাশের ক্ষয়ক্ষতি সীমিত রাখা যায়।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অনেকেই, এমনকি চিকিৎসাকর্মীরাও আহত হয়েছেন। হাসপাতালের যে অংশে হামলা হয়, তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় ওই বিভাগ খালি করে দেওয়া হয়।

বিবিসি যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন লোকজন।

ইসরায়েল অনেকবার অভিযোগ করেছে, হামাস হাসপাতালগুলোকে অস্ত্র গোপন ও কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে। তবে হামাস বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে, রোববার (২৩ মার্চ) খান ইউনুসে আরেকটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা সালাহ আল-বারদাওয়েল নিহত হন বলে এক হামাস কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন। ওইদিন সকাল পর্যন্ত, হাসপাতাল হামলার আগেই, খান ইউনুস ও রাফায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান আবার শুরু করে, যা প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটায়। এরপর থেকে কয়েকশ মানুষ বিভিন্ন হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েল বলছে, নতুন এক মার্কিন প্রস্তাবে হামাস রাজি না হওয়ায় যুদ্ধবিরতি শেষ হয়। হামাস বলছে, ইসরায়েল পূর্বের জানুয়ারিতে হওয়া চুক্তি থেকে সরে এসেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় হামাসকে ধ্বংস করতে সামরিক অভিযান শুরু করে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...