
পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক, এ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। চ্যাম্পিয়ন্স ট্রফির দুর্দশার স্মৃতি সম্ভবত এখনও ভোলেননি পাকিস্তানি ক্রিকেটাররা। সেখানে তো নাস্তানাবুদ হয়েছিলেন বাবররা, তার মধ্যেই নতুন অভিযোগ। যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের আগে ব্যাট চুরি করেছেন দেশটির একজন ক্রিকেটার।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের সাংবাদিক ওয়াহিদ খান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। পাকিস্তানের সেই দলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আয়ুবের মতো তারকা ব্যাটাররা ছিলেন।
সে সময় নিউজার্সিতে খেলাধুলোর সরঞ্জামের একটি দোকানে যান বাবরের এক সতীর্থ। ইংলিশ উইলোর তৈরি তিন ব্যাট অর্ডার দেন সেই ক্রিকেটার। সেই মতো পাকিস্তানের টিম হোটেলে সংশ্লিষ্ট ক্রিকেটারের কাছে তিনটি ব্যাট পৌঁছে দেন দোকানদার। সেই ক্রিকেটার ব্যাট হাতে পাওয়ার পর দোকানদারকে জানান পরে দাম দিয়ে দেবেন।
কিন্তু এরপর থেকে পাকিস্তানের অভিযুক্ত ক্রিকেটার আমেরিকার সেই দোকানদারের ফোন ধরছেন না। তিনটি ব্যাটের জন্য এক পয়সাও দেননি সেই দোকানদারকে। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ওয়াহিদ খান সমাজমাধ্যমে এই খবর দেওয়ার পর তৈরি হয়েছে চাঞ্চল্য। তিনি যদিও অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। ঘটনাটিকে দুঃখজনক বলেছেন তিনি।
একই সঙ্গে আশাপ্রকাশ করেছেন, পাকিস্তান ক্রিকেটার দ্রুত নিউজার্সির অভিযোগকারী দোকানদারকে তিনটি ব্যাটের দাম মিটিয়ে দেবেন।