বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

বায়িং হাউজের আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার চার

ছবি: সংগৃহিত

দীর্ঘদিন ধরে বায়িং হাউজের আড়ালে চলছিল মাদক ব্যবসা। এমন খবর ছিল মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে। কিন্তু প্রমাণের অভাবে তাদের কোনোভাবে আটক করা যাচ্ছিল না। অবশেষে চক্রটির চার সদস্যকে হাতেনাতে প্রায় পাঁচ কোটি টাকার ইয়াবা ও একটি নতুন গাড়িসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), আল মামুন (৩২), মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক (৪৬) ও তানিয়া (৩২)।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক একে এম শওকত ইসলাম

মাদক নিয়ন্ত্র অধিদফতরের কর্মকর্তা জানান, মাদক কারবারির এই চক্রটি বায়িং হাউজ এবং আবাসন ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিল। অধিদফতর বিষয়টি জানার পর নজরদারিও করছিল, কিন্তু তাদের ধরা যাচ্ছিল না। তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযান চালিয়ে ধরতে ব্যর্থ হওয়ার পর সর্বশেষ সপ্তাহ খানেক আগে আবারও তথ্য আসে। জানা যায়, চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ নিয়েছে।

শওকত ইসলাম বলেন, তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় ধরে অবস্থান করে হুন্দাই কোম্পানির বিলাসবহুল গাড়ির পাদানির নিচে প্যানেলে বিশেষ কৌশলে মাদক ঢাকা আনছে- এমন খবর পেয়ে মাদকের টিম অভিযান চালায়। পরে হাতিরঝিল এলাকা থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বাসটির বসার পাদানিতে ঢুকিয়ে কৌশলে ঝালাই করে রাখা হয়েছিল। তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে কোনো কিছু না পাওয়ায় সন্দেহ হয়। পরে পাদানির নিচে ঝালাই করা অংশটি খুলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তারা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি এড়ানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করত। এভাবে তারা বড় বড় ইয়াবার চালান ঢাকায় সরবরাহ ও বিক্রয় করত। চক্রটির এই চারজনকে ধরতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের গাড়িটি সাত কিলোমিটারের বেশি রাস্তা ধাওয়া করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের জিজ্ঞসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারা মাদক ব্যবসায়ী অর্জিত অর্থ দিয়ে বায়িং হাউজ ও আবাসন ব্যবসা পরিচালনা করত। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানিলন্ডারিং করা হয়েছে কি না এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদ সম্মেলনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঢাকা মেট্রো উত্তরের উপপরিচালক শামীম আহমেদ। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...