এশিয়ানপোস্ট ডেস্ক
সুনামগঞ্জ ও সিলেটে পৃথক স্থানে বজ্রপাতে চার জেলে ও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে, ছাতকে এক জেলে ও জামালগঞ্জে আরেক জেলে এবং সিলেটের বিশ্বনাথে এক শিক্ষার্থী মারা গেছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) বজ্রপাতের এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, জামালপুর থানার ওসি স ম কামাল হোসাইন, ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান ও সিলেটের বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া।
মৃতরা হলেন- দোয়ারাবাজারের পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০), একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮), জেলার জামালগঞ্জের কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৫), ছাতক উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুরশিদ আলীর ছেলে সুন্দর আলী (৪৭) এবং সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের মো. ওলিউর রহমানের বড় ছেলে মো. রেদওয়ান আহমদ (২৩)। তিনি সিলেট এমসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
সিলেটের বিশ্বনাথের দশঘর ইউপি চেয়ারম্যান মো. এমাদ উদ্দিন খান জানান, রোববার ভোরে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মো. রেদওয়ান আহমদের মৃত্যু ও ছোট ভাই সুফিয়ান আহমেদ আহত হয়।
বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।