
ঢাকার নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৯ মার্চ) দুপুরে নবাবগঞ্জ শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এরপর মানবন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা অনতি বিলম্বে নিখোঁজ বিএনপি নেতা পান্নুকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এতে নিখোঁজ বিএনপি নেতার পরিবার অংশগ্রহণ করেন।
জানা যায়, গত ৮ জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা বের হন বিএনপির এ নেতা। তার মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। এরপরও তার সন্ধান পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান তিনি।