
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন শোবিজে ক্যারিয়ার শুরু করেন তামিল সিনেমা ‘ইরুভার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। উপহার দিয়েছেন ‘ধুম ২’, ‘জোশ’, ‘দেবদাস’- এর মতো জনপ্রিয় সব ছবি। ২০১৭ সালের ১৮ মার্চ বাবাকে হারান এই অভিনেত্রী।
মৃত বাবাকে স্মরণ করে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে আশীর্বাদ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বাবা।
মঙ্গলবার (১৮ মার্চ) বাবা কৃষ্ণরাজ রাইয়ের অষ্টম মৃত্যুবার্ষিকীতে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। যেখানে দেখা গেছে বাবার ছবিতে ফুলের মালা পরা। তার পরের ছবিতে দেখা গেছে বাবার ছবিতে মাথা নিচু করে প্রণাম করছেন অভিনেত্রী। নায়িকার পাশে ছিলেন কন্যা আরাধ্যা বচ্চন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘তোমাকে সব সময় ভালোবাসি প্রিয় ড্যাডি। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত আশীর্বাদ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।’
উল্লেখ্য, দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১৭ সালে মুম্বাইয়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐশ্বরিয়ার বাবা। বাবার জন্মদিন ও মৃত্যুকবার্ষিকী শ্রদ্ধা জানাতে ভুলেন না অভিনেত্রী।
বলে রাখা ভালো, সর্বশেষ মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান: পার্ট টু’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবির জন্য তিনি দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ প্রধান চরিত্রের পুরস্কার পেয়েছিলেন।