ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর স্টেশনে স্টপেজের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে এলে আটকে দেওয়া হয়। পরে বিক্ষোভ শুরু করে তারা।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি এখনো আটকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর আউলিয়ার নগর রেলস্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।