মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

মুস্তাফিজ-সাকিবদের আইপিএলে সুযোগ পাওয়ার সময়সীমা কতদিন

ছবি: সংগৃহিত

নিলামে দল পাননি বাংলাদেশের কেউই। নাম উঠেছিল কেবল মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের। কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের এই দুই তারকার দিকে নজর দেয়নি কেউই। তাতে অবশ্য দল পাওয়ার আশা একেবারেই শেষ হয়ে যায়নি। প্রতি বছরই আইপিএলের মাঝপথে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে দল পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যায়।

কিন্তু আইপিএলের নিলাম শেষে কিংবা আসর মাঠে গড়ানোর পর দলে নতুন খেলোয়াড় যুক্ত করার নিয়ম কী বলছে? ঠিক কতদিন পর্যন্ত যেকোন দলে যুক্ত হওয়ার সুযোগ থাকছে সাকিব কিংবা মুস্তাফিজের। অথবা এর বাইরেও কারও পক্ষে আইপিএলের যেকোন দলে আসরের মাঝপথে যোগদানের সুযোগ থাকছে কি না– সেটাও এক বড় প্রশ্ন।

এখন পর্যন্ত এবারের আইপিএলে নিলামের পরে তিনটি দলে বদল হয়েছে। উমরান মালিক চোটে ছিটকে যাওয়ার পর চেতন সাকারিয়াকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিদেশি ব্রাইডন কার্সের বদলে উইয়ান মুল্ডারকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্স আবার জোড়া পরিবর্তন এসেছে। দুই বিদেশি এএম গাজানফর ও লিজার্ড উইলিয়ামসের বদলে মুজিব উর রহমান ও করবিন বশকে নিয়েছে তারা।

পূর্বের নিয়ম অনুযায়ী আইপিএলে প্রতিটি দল সাতটি ম্যাচ পর্যন্ত বদল করতে পারত। নিজেদের সপ্তম ম্যাচের পর স্কোয়াডে কেউ চোট পেলে তার বদলি নেওয়া যেত না। সেই ম্যাচসীমা বদলে এবারে ১২টি ম্যাচ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি দল নিজেদের ১২তম ম্যাচের আগে চাইলে চোট পাওয়া ক্রিকেটারের বদলে নতুন ক্রিকেটার নিতে পারবেন। যার অর্থ, মৌসুমে প্রতিটি দলের ১২তম ম্যাচের আগে পর্যন্ত সম্ভাবনা থাকবে যেকোন বাংলাদেশি তারকাকে আইপিএলে দেখার।

অবশ্য যে কোনও ক্রিকেটারকে চাইলেই বদলি হিসাবে নেওয়া যাবে না। শুধুমাত্র যে ক্রিকেটারেরা নিলামের তালিকায় ছিলেন, কিন্তু দল পাননি, তাদেরই নেওয়া যাবে। কোনও বিদেশি ক্রিকেটার চোট পেলে তার পরিবর্তে বিদেশি নেওয়া যাবে। অবশ্য কোনও দলে বিদেশি ক্রিকেটারের আট জনের কোটা পূর্ণ না হলে ভারতীয় ক্রিকেটারের বদলেও বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে।

বদলি ক্রিকেটার ঠিক কত পারিশ্রমিক পাবেন, তাও নির্ধারণ করা আছে আইপিএলের নিয়মে। কোনও ক্রিকেটারকে বদলি হিসেবে নেওয়া হলে তিনি সেই মওসুমের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। যে ক্রিকেটারকে বদলি হিসেবে নেওয়া হচ্ছে, তিনি নিজের ভিত্তিমূল্যের পারিশ্রমিকই পাবেন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...