
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন-১ শাখার সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্ত ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ছাবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), গাইবান্ধার বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ করা হয়েছে এবং আপনার গাড়িতে অবৈধ অর্থ বহন ও তা যৌথ বাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনার এহেন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও (ঘ) অনুসারে যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়; এবং সেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) অনুসারে আপনি ছাবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, গাইবান্ধাকে সাময়িক বরখাস্ত করা হলো। উল্লেখ্য, সাময়িক বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল গেটে নাটোর-বগুড়া মহাসড়কে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। পরবর্তীতে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা।