
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খাইরুল ইসলাম (২৬) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) সকালের দিকে সাদুল্লাপুর শহরতলীর একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত খাইরুল মৃত শহিদুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, খাইরুল ইসলাম বিয়ে করে প্রায় চার বছর ধরে সাদুল্লাপুরে শ্বশুর বাড়িতে থাকতেন। এরই একপর্যায়ে রোববার রাতে হঠাৎ খাইরুলকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। এরপর সোমবার ভোরবেলা বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখা যায়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে খায়রুল ইসলাম নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।