
সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৭ মার্চ) সাড়ে ১০টার দিকে সকালে উপজেলার বিহাড়কোল মোড়ে কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলটি বিহাড়কোল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগাতিপাড়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলছে। দেশে ধর্ষকদের শাস্তি না হওয়ায় দোষীরা অপরাধ করতে সাহস পায়। তাই দ্রুত দোষীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন— ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগম, ইউনিয়ন কমিটির সভাপতি আলতাব হোসেন, কিশোরী কন্যা আহসিনা ইসলাম মিথিলা ও হুমাইরা, এবং এনজিও ‘নিজেরা করি’র কর্মী শাহামিস বিউটি।