
জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামের মো. আনোয়ার হোসেন ধারের টাকা আদায়ে নিয়েছেন অভিনব উদ্যোগ।
সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি আয়োজন করছেন হালখাতার, যেখানে বিনয়ের সঙ্গে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছ থেকে প্রাপ্য টাকা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ধারদেনার অর্থ ফেরত পেতে তিনি সম্প্রতি আত্মীয়-স্বজন, বন্ধু ও পরিচিতজনদের উদ্দেশ্যে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, গত কয়েক মাস বা বছর ধরে বিভিন্ন প্রয়োজনে অনেকে তার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, কিন্তু নির্ধারিত সময়ে তা ফেরত দেননি বা ফেরত দেওয়ার চেষ্টা করেননি। বর্তমানে পারিবারিক প্রয়োজনে টাকার প্রয়োজন হওয়ায় তিনি আগামী ২১ মার্চ, শুক্রবার হালখাতার আয়োজন করেছেন এবং সেই দিনে সকলকে প্রাপ্য টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে তিনি আরও লেখেন, “আমি লজ্জায় প্রতিদিন কারও কাছে টাকা চাইতে পারিনি। তবে এখন পারিবারিক প্রয়োজনে নিরুপায় হয়ে এই উদ্যোগ নিতে হয়েছে।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, “অনেকেই বিভিন্ন সময় আমার কাছ থেকে ধার নিয়েছে। বিপদে পড়লে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব মনে করেছি। কিন্তু প্রয়োজনের সময় টাকা ফেরত চাইলে অনেকে নানা অজুহাত দেন। তাই চিঠি দিয়ে সম্মানের সঙ্গে সবাইকে অনুরোধ করেছি যেন হালখাতার দিনে পাওনা পরিশোধ করেন।
স্থানীয়রা আনোয়ার হোসেনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এমন উদ্যোগে একদিকে প্রাপকের সম্মান বজায় থাকে, অন্যদিকে পাওনাদারও বিনা বিরক্তিতে ন্যায্য পাওনা আদায়ের সুযোগ পান।