
পাকিস্তানের বেলুচিস্তানে এবার একটি যাত্রীবাহী বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত সাতজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) নুশকি-দালবান্দিন মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত চলছে। তবে এখনো বিস্ফোরণের ধরন ও কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় একটি বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পাকিস্তানে হওয়া সন্ত্রাসী হামলা ও প্রাণহানির ৯৬ শতাংশের বেশি কেবল বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই ঘটেছে।
এর আগে, গত মঙ্গলবার বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর সশস্ত্র সদস্যরা একটি রেললাইন উড়িয়ে দিয়ে ৪৪০ জন যাত্রী বহনকারী জাফর এক্সপ্রেসকে আক্রমণ করে এবং যাত্রীদের জিম্মি করে। নিরাপত্তা বাহিনী দীর্ঘ অভিযানের পর ৩৩ হামলাকারীকে হত্যা করে এবং জিম্মিদের মুক্ত করে।
ওই হামলায় ২৬ জন যাত্রী নিহত হন, যাদের মধ্যে ১৮ জন পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোরের সদস্য, পাকিস্তান রেলওয়ে ও অন্যান্য বিভাগের তিনজন কর্মকর্তা এবং পাঁচজন সাধারণ নাগরিক ছিলেন।
এছাড়া, ট্রেন হামলার আগে একটি পিকেটে হামলা চালিয়ে আরও তিনজন ফ্রন্টিয়ার কোর সদস্যকে হত্যা করা হয়।