মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

রাশিয়া অঞ্চলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের

ছবি : সংগৃহীত

রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নেতার বিরুদ্ধে যুদ্ধবিরতি উদ্যোগকে নস্যাৎ করার চেষ্টা করার অভিযোগ করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়েছেন। কারণ তিনি বলেন, তার দূত প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার নেতার সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা করেছেন।

রাশিয়া গত সপ্তাহে পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল কুর্স্কে দ্রুত পাল্টা আক্রমণ চালিয়েছে। গত আগস্টে এক আকস্মিক আক্রমণে ইউক্রেন যে অঞ্চল দখল করেছিল তার বেশিরভাগ এলাকা রাশিয়া পুনরুদ্ধার করেছে।

তিন বছর ধরে চলা যুদ্ধের শান্তি আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে এই অঞ্চলের ওপর তার দখল ব্যবহার করার ইউক্রেনের পরিকল্পনার জন্য কুর্স্কে পরাজয় একটি বড় ধাক্কা হবে।

রাশিয়ান টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তাঁর আহ্বানের প্রতি সহানুভূতিশীল।’

তিনি বলেন, যাঁরা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাঁদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে। একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

ট্রাম্প বলেন, ‘হাজার হাজার’ ইউক্রেনীয় সেনা ‘রুশ সামরিক বাহিনী কর্তৃক সম্পূর্ণরূপে বেষ্টিত এবং খুবই খারাপ এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে’ রয়েছে।

ইউক্রেনের সামরিক নেতৃত্ব এই দাবি অস্বীকার করেছে। ‘আমাদের ইউনিটগুলোকে ঘিরে ফেলার কোনো হুমকি নেই,’ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ’আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে জোরালোভাবে অনুরোধ করেছি যে তাদের জীবন রক্ষা করা হোক। এটি হবে একটি ভয়াবহ গণহত্যা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি।’

বৃহস্পতিবার ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং পুতিনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন-ইউক্রেনীয় প্রস্তাবের বিষয়ে একটি বৈঠকের আপডেট দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমাদের খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধের অবশেষে অবসান হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে মন্তব্য করেন তিনি।

পুতিন বৃহস্পতিবার বলেছেন, প্রস্তাবটি সম্পর্কে তার গুরুতর প্রশ্ন রয়েছে এবং কুর্স্কের ঘটনাগুলো যুদ্ধবিরতির দিকে পরবর্তী পদক্ষেপগুলোকে প্রভাবিত করবে।

জেলেনস্কি রাশিয়ান নেতার বিরুদ্ধে যুদ্ধবিরতি উদ্যোগকে দুর্বল করার চেষ্টার অভিযোগ করেছেন।

জেলেনস্কি এক্স-এ পোস্টে বলেছেন, ‘যুদ্ধবিরতির আগে থেকেই অত্যন্ত কঠিন এবং অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি করে পুতিন এখন কূটনীতিকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

শুক্রবার ক্রেমলিন বলেছে, তারা আশাবাদী যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে আলোচনা এগিয়ে যাওয়ার আগে ট্রাম্প এবং পুতিনকে সরাসরি কথা হবে।

সূত্র : সিএনএন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...