
লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার জেলা সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জেলা প্রশাসক এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
দিনব্যাপী ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল হাসান শাহীন, আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল, শিশু চিকিৎসক মোরশেদ আলম হিরুসহ প্রমুখ।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
এদিন সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।