বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল

ট্রেন্ডিং টপিক

রূপপুর প্রকল্প নিয়ে গণমাধ্যমের খবর উস্কানিমূলক, ব্যবস্থা নিতে প্রস্তুত রসাটম

বিভিন্ন গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন...

নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিয়ান ফারজানা

নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি...

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকেও অভিশংসনের উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া হান ডাক-সুকেও...

দুর্নীতির মামলায় সাবেক সচিব ইসমাইল গ্রেফতার

ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির...

সেনা কর্মকর্তা তানজিম হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

গ্রেপ্তার মো. সাদেক (৪১) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার মো. খায়রুজ্জামানের ছেলে। এর আগে, মামলার প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ ৬ জন গ্রেপ্তার হয়েছিল।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাদেক সেনা কর্মকর্তা হত্যায় জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছেন। তিনি মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় দায়ের মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব ও সেনা সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রেখেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় এজাহারভুক্ত এক আসামি অবস্থান করার খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশ ও অপরটি সেনাবাহিনী বাদী হয়ে করেছে।

চকরিয়া ফাঁসিয়াখালী ক্যাম্পের সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি করেছেন। এই দুই মামলাতেই ১৭ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে...

খ্রিষ্ট্রান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান

বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন...

আজ খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আজ বাংলাদেশেও পালিত হচ্ছে খ্রিস্টান...