
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া ওয়ান ইস্ট ক্যাম্পের জি-১৬ ব্লকে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসমিন (১৪) ঐ ক্যাম্পের একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ সলিমের মেয়ে।
নিহতের পিতা বলেন, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করেছিল ইয়াসমিন। এ নিয়ে রাগে ক্ষোভে টয়লেটে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মেয়েটি। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।